সভাপতি : মোঃ মনিরুল ইসলাম ছবি
চেয়ারম্যান
৭নং চরকাউয়া ইউনিয়ন পরিষদ
বরিশাল সদর, বরিশাল
সভারতারিখ : ১০/০২/২০১৪ ইং
সময়ঃসকাল : ১০.০০ হতে১২.০০ঘটিকাপর্যন্ত।
স্থান : ইউপি চেয়ারমেনের রুম।
সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দ্র কে সালাম জানিয়ে সভার কাজ আরম্ভ করেন।
সভাপতি সাহেব‘‘জুন’’ ২০১৪ মাসের অনুষ্ঠিত সভার কার্য বিবরনী পাঠ করে শোনান। অতঃপরসভায় নিম্মাক্ত বিষয় আলোচনাওসিদ্ধান্ত গৃহিত হয়।
ক্রমিকনং | আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়নকর্তৃপক্ষ |
১ | ইউপিরসার্বিকঅপরাধচিত্রঃ- ইউপির দফাদার ও মহল্লাদারগনএবংআনসার ভিডিপি দলনেতাজনানযে, বর্তমানে রাজনৈতিক কারনে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে দেশের বর্তমান পেক্ষাপটে অত্র ইউপির আইন-শৃঙ্খলা কোন অবনতি হয় নাই। | অত্র ইউপির আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।এবংএ ধারা অব্যহত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। | সকলইউপিসদস্য, দফাদার ও মহল্লাদারগনএবংআনসার ভিডিপি দলনেতা। |
২ | মাদকনিয়ন্ত্রনঃ- সভায় উপস্থিত সদস্যবৃন্দ জানানযে, দেশের বিভিন্ন জায়গায় ফেনসিডিল, গাঁজা, ওনেশা জাতীয় দ্রব্য সেবন করে যুবসমাজক্ষতিগ্রস্থ্যহওয়ায় আইনশৃঙ্খলার অবনতিঘটছে।অত্র ইউপিতে এধরনের কোন কার্যকলাপ দেখা যায় নি।তথাপি এবিষয়ে সজাগ থাকার বিষয়ে আলোচনা করা হয়। | ১। প্রতিটিওয়ার্ডেমাদকবিরোধীসমাবেশওপ্রচারনাচালানোরজন্যসভায়সিদ্ধান্তহয়। ২। মাদকবিরোধীঅভিযানজরদারকরারজন্যঅত্রইউপিরগ্রামপুলিশদেরকেনির্দেশদেওয়াহয়। | সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগনএবংআনসার ভিডিপি দলনেতা। |
৩ | ইবটিজিংপ্রসঙ্গেঃ- এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।সভাপতি সাহেব সভায় জানান যে, সকল ইউপি সদস্য, সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগনকে সজাগদৃষ্টি রাখার জন্য অনুরোধকরেন। | অত্র ইউপিতে এ ধরনের ঘটনা কোথাও ঘটলে তা ইউপি চেয়ারম্যানকে অবহিতকরার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। | সকলইউপিসদস্য, দফাদারওমহল্লাদারগনএবংআনসার ভিডিপি দলনেতা। |
অদ্যকার সভায় অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সকলকে পুনরায় সালাম ও ধন্যবাদ জানিয়ে সভার কার্যশেষ করাহ’ল।
চেয়ারম্যান
মোঃ মনিরুল ইসলাম ছবি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস